সন্ত্রাসী মহিউদ্দিনের দাপটের কাছে জিম্মি একটি পরিবার, মিথ্যা মামলায় হয়রানীর শিকার

489

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে একটি পরিবারকে ভিটেমাটি ছারা করার ঘৃন্য চক্রান্তে ও দাপট খাটিয়ে জিম্মি করে বিভিন্ন ভয়ভিতি ও মিথ্যা মামলায় জরিয়ে হয়রানী করছে সন্ত্রাসী মহিউদ্দিন ও তার বাহিনী । সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ১৪-১৫ বছর যাবত দিনমজুর মোহাম্মদ আলীর বাড়িটি নানা কৌশলে দখলে নেয়ার চেষ্টা করে আসছে ভূমিদস্যূ সন্ত্রাসী মহিউদ্দিন। গত ১ মে মঙ্গলবার সন্ত্রাসী মহিউদ্দিনের নেতৃত্বে ২০-২৫জনের একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে দেশীয় ধারালো রামদা, চাপাতি, লোহাররড, হকিস্টি ও বিভিন্ন লাঠিসোটা নিয়ে অর্তকিৎভাবে দিনমজুর মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর করে জায়গা দখল করার চেষ্টা করে। এতে তাদের বাধা দিলে সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে সুরিয়া আক্তার, ঝর্ণা আক্তার, জাকির হোসেন, আক্তার হোসেন, মামুন, রহিমা আক্তার, স্কুল ছাত্রী বন্যা, রেনু আক্তার, তাজুল ইসলাম, সাহিদা বেগম ও রিনা বেগম ১১জনকে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। তাতেও থামেনি মহিউদ্দিন উল্টো মিথ্যা মামলা দিয়ে আহতদের সহ পুরোপরিবারটিকে হয়রানী করে বাড়িঘর ছারা রেখেছে । মহিউদ্দিন এতটাই প্রভাবশালী যে ভয়ে কেউ কিছু বলতে পারেনা । এলাকাবাসীরা জানান, মহিউদ্দিন ভূঁইয়া এলাকার নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার, জোর পূর্বক জমি দখলসহ চিহ্নিত সন্ত্রাসী ও মামলাবাজ হিসেবে পরিচিত।

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতিতি চলছে।