স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উলুকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আনিছা আক্তার (৭) হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে এলাকাবাসী এ বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভার সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা এসময় উপস্থিত জেলা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ কর্মকর্তার সামনে আনিছা হত্যার বিচারের জোর দাবী জানান। পুলিশ কর্মকর্তারা এসময় ওই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের বিষয়ে সবাইকে আশ্বাস দেন ও আসামীদের গ্রেফতারের ব্যাপারে সহযোগীতাকারীকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষনা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন কমিউনিটি পুলিশের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মোঃ সাজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম, ওসি তদন্ত মোঃ জসিম উদ্দিন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ, সোনারগাঁ থানা কমিউনিটি পুলিশের সভাপতি গাজী মজিবুর রহমান।
বৈদ্যেরবাজার ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি ইসমাঈল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, মোঃ কাদির মিয়া প্রমুখ।
এদিকে উপজেলার উলুকান্দি এলাকায় তৃতীয় শ্রেণীর ছাত্রী আনিছা আক্তার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। পরে মানবন্ধনকারীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের সামনে আনিছার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করেন। সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা ওই হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। পরে আসামীদের গ্রেফতারের ব্যাপারে সহযোগীতাকারীকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষনা করেন। পরে ওই সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা নিহত আনিছা আক্তারের লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সোমবার সকালে দাউদেরগাঁও গ্রামের প্রবাসী আনিছুর রহমানের মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী আনিছা আক্তার উলুকান্দি গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ৪ দিন পর ওই এলাকার আব্দুল মালেক মোল্লার নির্মানাধীন ভবনের নিচে ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করা হয়।