সময়ের চিন্তা রিপোর্টঃ নারায়নগঞ্জ সদর উপজেলা ফতুল্লার আলীগঞ্জ ফিশারিজ ঘাট এলাকায় ভয়াবহ যানজটে রপ্তানী মুখী প্রতিষ্ঠানটি বেহাল দশায় পড়েছে। এলোপাতাড়ি ট্রাক, অটোরিকশার কারনে যানজটে নাকাল বন্দি পুরো এলাকা। যত্রতত্র গাড়ি পার্কিং করায় রাস্তাটিতে যানজট থাকে দীর্ঘ সময়। এক শ্রেনীর অসাধু শ্রমিক নেতাদের শেল্টারে যেন মগের মুল্লোক তৈরি করেছে পুরো এলাকা। প্রশাসনের নীরব ভূমিকা আর উদাসীনতার কারনে বর্তমানে রাস্তাটি যেন জন সাধারনের জন্য নাগরিক জীবনে জনদূর্ভোগ হয়ে দাড়িয়েছে। বাংলাদেশে মৎস রপ্তানী কারক যে সকল প্রতিষ্ঠান আছে আলীগঞ্জ পাগলায় অবস্থিত মাছ উৎপাদন প্রতিষ্ঠানটি অন্যতম। দীর্ঘ দিন মামলার জালে প্রতিষ্ঠানটি ব›দ্ধ থাকলেও গত কয়েকমাস পূর্বে সর্বচ্চো আদালতের নির্দেশ অনুযায়ী বর্তমান মালিক আবারও ব্যবসা চালু করে। দীর্ঘ একদশক ব›দ্ধ থাকার পরে এই মাছ রপ্তানী কারক প্রতিষ্ঠানটি এখন যানজটে মরার উপর খড়ার ঘা। বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই প্রতিষ্ঠানটি যানজট মুক্ত রাখার জন্য রাষ্ট্র এবং জেলার সকল প্রশাসনের দায়িত্ব নিতে হবে। পাগলা এবং আলীগঞ্জ এলাকায় যত্রতত্র গাড়ী পার্কিং করে যারা যানজচ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জরুরী। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ী দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যুগ যুগ ধরে এরকম পরিবহন সেক্টর থেকে যারা শ্রমিকদেরর রক্ত চুষে নিয়ে রাস্তাঘাট দখল করে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানাতে চাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী। রপ্তানীকারক এ ধরনের প্রতিষ্ঠান বাচঁলে দেশ বাচঁবে। এমনটা মনে করে পাগলা এবং আলীগঞ্জ ফিশারিজ ঘাট এলাকা যানজট মুক্ত করবে প্রশাসন। এটাই দাবী এলাকাবাসী।