বন্দর প্রতিনিধিঃ নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড.মাহমুদা মালা বলেছেন,বঙ্গবন্ধুর মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব নেত্রী। তিনি দেশকে একে একে উন্নয়নের যে স্থানে পৌছিয়েছেন তা স্বীকার না করার উপায় নেই। আজ আমাদের দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের আদলে প্রজ¦লিত হচ্ছে। বাঙ্গালী জাতীকে এক সময় আঙ্গুল তুলে বলা হত তারা কখনোই সভ্য জাতী হতে পারবে না। ঝগড়া বিবাদ হতে নিজেদের কখনোই দায়মুক্ত করতে পারবে না কিন্তু জাতির জনক শেখ মুজিবর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে জাতীর এ দূর্নাম কেটে গেছে। বঙ্গবন্ধু দেশ হতে সা¤প্রদায়িকতা দুর করে সবাইকে একত্রিত করেছেন। বাঙ্গালী জাতী প্রমান করেছেন তারা বীরের জাতী। তিনি শিশুদের খুবই ভালবাসতেন। তিনি সুযোগ পেলেই শিশুদের সাথে খেলা করতেন। স্খ্যংালঘুদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। কেননা রাসুল (সঃ) নিজেই ঘোষনা দিয়েছেন,সাবধান হও। হাশরের ময়দানে আমার শাফায়েত পাবেনা যদি তোমরা অমুসলিমদের সম্পদ লুট কর,তাদের সাথে জুলুম অত্যাচার কর। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই আদর্শই শিকঝা দিয়ে গেছেন।
রোববার বিকেলে বন্দর রাজবাড়ি’স্থ পাইওনিয়ার স্কুলে আয়োজিত প্রয়াত স্কাউট ট্রেনার স ম খলিলুর রহমানের স্বরনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,শিক্ষা প্রতিষ্ঠান করে কেউ কখনো দেওলিয়া হয়না। স্কুল প্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা। পাইওনিয়ার স্কুলের প্রতিষ্ঠাতাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এমন একটি প্রানবন্ত অনুষ্ঠানের আয়োজন করায়। স্কুল এগিয়ে গেলেই সমাজ এগিয়ে যাবে। আর সমাজের মাধ্যমেই দেশ উচ্চ শীখরে পৌছাবে। তবে এই শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষকদের আমি বলব আপনারা শিক্ষার্থীদের শিক্ষাদানে কোন হেয়ালী করবেন না। আপনাদের সঠিক শিক্ষাই এই বিদ্যাপিঠের শিক্ষার্থীদের আগামী দিনের পাথেয়।
বন্দর পাইওনিয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধাণ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি আসাদ কাজল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট লিডার ট্রেইনার রেজাউল করিম জোয়াদ্দার,বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মাষ্টার,আব্দুল জব্বার সরদার,জালাল উদ্দিন জালু,আব্দুল আজিজ, মোহাম্মদ আলী,শেখ কামাল,পাইওনিয়ার স্কুলের পরিচালনা পরিষদের সম্পাদক এড. হযরত আলী রিপন,সহকারী অধ্যক্ষ বিবি মরিয়ামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।