বন্দর প্রতিনিধিঃ বন্দরে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহিৃত মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন জসু (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ৩টায় বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৮(৬)১২। ধৃত মাদক সম্রাট জসিম উদ্দিন জসু ওই এলাকার হক বেপারী ওরফে হক্কা মিয়ার ছেলে।
জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন লক্ষনখোলাস্থ হাজী লিটন মিয়ার বাড়ী পিছনে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক স¤্রাট জসিম উদ্দিন জসুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক সাইদুল।