গোপালগঞ্জ প্রতিনির্ধি: রাষ্ট্রীয় মর্যাদায় সাভারে ছুরির আঘাতে নিহত সেনা সার্জেন্ট(অবসরপ্রাপ্ত) মো. আরিফ বিল্লাহ (৪৫) নিজ বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। নিহত সেনা সদস্য গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মতিয়ার রহমান ভুঁইয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, রবিবার (৩ জুন ) রাত ৩ টার বাড়ি নির্মানের বালুর গাড়ি আসছে বলে মোবাইলে ফোন পেয়ে বাহিরের আসে পথিমধ্যে নবীনগন এলাকার আমিল মডেল টাউন মদিনা রোড নামক স্থানে পৌঁছলে সন্ত্রাসীরা পেছন থেকে তাকে ছুরি মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কান্নাজড়িত কণ্ঠে নিহতের ভাই তরিকুল ভুইয়া বলেন, ‘সন্ত্রাসীরা যে ভাবে আমার ভাইয়ের প্রাণ কেড়ে নিল, আমার ভাইয়ের মত যেন আর কারও মৃত্যু না হয়।’ সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ।
এ ব্যাপারে আশুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করা হয়েছে ।