সমাজ সেবা কর্মকর্তার উপর সন্ত্রাসী হামার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

513

গোপালগঞ্জ প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখলাকুর রহমানের উপর সন্ত্রাসী হামলা ও অফিস কক্ষ ভাংচুরের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গোপালগঞ্জ  জেলা সমাজ সেবা অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমানের ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা অংশ নেন।

কর্মসূচী চলাকালে গোপালগঞ্জ জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার মল্লিক, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, আব্দুর রহমান মোল্যা, মোঃ সাজ্জাদ আলী বক্তব্য রাখেন।

বক্তরা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আখলাকুর রহমানের ও অফিস কক্ষে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার করে শান্তির দাবী জানান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে স্মারক লিপি পেশ করেন তারা।