বন্দরে ম্যাক্স ডিজিটাল কম্পিউটারে গভীর রাতে দুঃসাহসিক চুরি

448

বন্দর প্রতিনিধিঃ ম্যাক্স ডিজিটাল কম্পিউটার সেন্টারে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাত চোরের দল কৌশলে দোকানে প্রবেশ করে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, ১০ হাজার টাকার বিভিন্ন কোম্পনীর মোবাইল র্কাড এবং নগদ ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

সোমবার গভীর রাতে বন্দর বাজার জামে মসজিদ সংলগ্ন একটি মার্কেটে এ চুরি ঘটনা ঘটে।এ ব্যাপারে দোকান মালিক বাদী হয়ে  মঙ্গলবার দুপুরে বন্দর থানায় অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর ৪৭/২ এসএস রোড এলাকার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়ার ছেলে গোলাম কিবরিয়া টিটু বন্দর বাজার এলাকায় ম্যাক্স ডিজিটাল কম্পিউটার সেন্টার নামক একটি দোকান নিয়ে র্দীঘ দিন ধরে ব্যবসা চালিয়ে আসচ্ছে।

প্রতিদিনের ন্যায় সোমবার রাতে দোকান মালিক টিটু দোকান বন্ধ করে তার বাড়ী যায়। ওই সুযোগে অজ্ঞাত চোরের দল ওই রাতে যে কোন সময় কৌশলে ভিতরে প্রবেশ করে উল্লেখিত মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে দোকান মালিক বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এ রির্পোট লেখা পর্যন্ত চোরাইকৃত মালামাল উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।