বন্দরে বিসমিল্লাহ হোশিয়ারী ম্যানেজারকে পিটিয়ে ১ লাখ টাকা লুটে নিয়েছে সন্ত্রাসীরা

458

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বিসমিল্লাহ হোশিয়ারী ম্যানেজার রবিনকে বেদম পিটিয়ে নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। সোমবার রাত ৯টায় বন্দর থানার মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট সংলগ্ন ব্রীজে এ ঘটনাটি ঘটে। আহত ম্যানেজারের চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

হোশিয়ারী ম্যানেজার আহতের ঘটনায়  বিসমিল্লাহ হোশিয়ারী মালিক মাছুম মিয়া বাদী হয়ে  ৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে হোশিয়ারী মালিক সূত্রে জানা গেছে, শান্তিনগর এলাকার মোঃ রহিম মিয়ার ছেলে রবিন (২৫) র্দীঘ দিন ধরে বিসমিল্লাহ হোশিয়ারী প্রতিষ্ঠানে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার রাত ৯টায় হোশিয়ারী ম্যানেজার রবিন কাজ শেষে ব্যবসার ১ লাখ টাকা নিয়ে বাড়ী উদ্দেশ্যে রওনা হয়। পরে সে মদনগঞ্জ সৈয়াল বাড়ী ঘাট সংলগ্ন ব্রীজের সামনে আসলে ওই সময় উৎপেতে থাকা পুনাইনগর এলাকার পিরমোহাম্মদ মিয়ার ছেলে পনির সৈয়ালবাড়ী ঘাট এলাকার বাক্কা মিয়ার ছেলে আনার, একই এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে শিমুল, মনির মিয়ার ছেলে রাকিব ও শিবু মিলে রাস্তা গতি রোধ করে।

পরে সন্ত্রাসীরা ম্যানাজারকে পিটিয়ে নগদ ১ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও লুন্ঠিত টাকা উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।