নরসিংদী জেলা সাংবাদিক ফেডারেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

436

মোস্তাক আহমেদ: নরসিংদী জেলা সাংবাদিক ফেডারেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন সোমবার নরসিংদী সদর উপজেলা মোড়স্থ হাজী গফুর মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপু, নরসিংদী সংবাদপত্র পরিষদ(এন.এসপি)র সাধারণ সম্পদক, সাপ্তাহিক দেশ সন্দেশ’র সম্পাদক ও প্রকাশক মু. নাছিবুর রহমান খাঁন, নরসিংদীর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারন রায়, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ (মন্টি), সাবেক সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও এফএম আমজাদ হোসেন, সাবেক সাহিত্য ক্রীড়া সম্পাদক মনজিল-এ-মিল্লাত, নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সফিকুল ইসলাম মতি, বাংলাদেশ সময় পত্রিকার জেলা প্রতিনিধি এম এ সালাম রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ আয়োজক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।