দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষধের হতদরিদ্রদের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ সম্পন্ন হইয়েছে বলে জানা যায়। বুধবার সুরমা ইউনিয়নের ০৯নং ওয়াড এর র্কাডধারীদের রাস্তায় বাধা সৃষ্টি করেছেন ইউপি সদস্য আলতাব হোসেন। সুরমা ইউনিয়ন পরিষধের ০৯নং ওয়াড এর ভিজিএফ র্কাডধারী খাগুরা গ্রামের সমুজ আলী ও মিরপুর গ্রামামের রজব আলী সহ আরও অনেক র্কাডধারী চাল গ্রহন করতে বাধা সৃষ্টি করেছেন ইউপি সদস্য আলতাব হোসেন। এসব তথ্য জানান ভুক্তভোগী জনগণ ও ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ। ভিজিএফ র্কাড বিতরণের বিষয় ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ এর নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদক কে জানান ০৯নং ওয়েডের ভিজিএফ র্কাডধারীদের মধ্যে র্কাড বিতরণ করা হয়েছে এবং সংশ্লষ্টি ওয়াড মেম্বার উদ্দেশ্য প্রণোদিত ভাবে র্কাডধারিদের আটকানোর চেষ্ঠা করেছেন।ভিজিএফ র্কাডধারীদের বিষয়ে উপজলো নির্বাহি র্কমর্কতা কাজি মহুয়া মমতাজ বলেন ভিজিএফ এর বিষয় জানিয়েছেন ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ। তবে ইউপি সদস্য আলতাব হোসেনের বাধা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Home
আইন ও অপরাধ দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষধের জিভিএফ র্কাড বিতরণ নিয়ে ইউপি সদস্য আলতাব...