সোনারগাঁ সংবাদদাতা: সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নে সুমন (১৭) নামের এক প্রতিবন্ধি ও তার মাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।গত শনিবার গভীর রাতে বাবুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিবন্ধি সুমনের মা সাফিয়া বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সাফিয়া বেগম উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর প্রতিবন্ধি ছেলে সুমনকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করে আসছেন। গত কয়েক দিন আগে একই এলাকার তোফাজ্জল তাকে না বলে তার বাড়িতে জোড় পুর্বক একটি বৈদ্যুতিক খুটি বসায় এতে বাধা দেওয়ায় তোফাজ্জল হোসেনের নেতৃত্বে কামাল হোসেন, আলী হোসেন, মতিন ও মনোয়ারা বেগম দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাফিয়া বেগম ও তার প্রতিবন্ধি ছেলে সুমনকে পিটিয়ে আহত করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে আহত সাফিয়া ও তার ছেলে সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসি।
সরেজমিনে জানা যায়,বিদ্যূতের খুটি সাফিয়ার নিজের বাড়ী হতে অপসারনের জন্য পল্লী বিদ্যুতের ডি জি এম বরাবর আবেদন করলে উক্ত স্থান হতে সরি নিয়ে যায় পল্লী বিদ্যুতের লোক জন,খুটি সরানোর কারনে তোফাজ্জল ও কামালগন সাফিয়া ও তার প্রতিবন্ধী ছেলেকে মুল গেট ও দরজার তালা ভেঙ্গে জোরপূর্বক প্রবেশ করে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে ওয়াড্রপ ও আলমারির তালা ভেঙ্গে নগদ পাঁচ লক্ষ টাকা ও দলিলপত্র নিয়া যায়।এবং তোফাজ্জল ও কামাল সাফিয়ার থেকে পুর্বে তিন লক্ষ টাকার ষ্টাম করে টাকা নেয়া সেই ষ্টাম সাফিয়ার নিকট হতে মারধর করে নিয়া যায়। সাফিয়া জানায় আমাকে গ্রাম থেকে একঘরে করার পায়তাড়া করছে,ও আমার মানসম্মান নিয়ে অাজে বাজে কুৎসা রটানোর জন্য চেষ্টায় অব্যাহত আছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম পি পি এম বলেন,প্রতিবন্ধী ছেলে ও তার মাকে মারধর করার একটি অভিযোগ পেয়েছি তা তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।