গোপালগঞ্জে শতাধিক পথ শিশুদের পাশে ঈদ শুভেচ্ছা নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

500

গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জে পথ শিশুদের মধ্যে ঈদ পোশাক বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড। আজ শুক্রবার শহরের শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে কাম ফর রোড চাইল্ড গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইঝগজঝঞট) শাখার পক্ষ থেকে শতাধিক পথ শিশুর হাতে এ ঈদ পোশাক তুলে দেয়া হয়।
এসময় কাম ফর রোড চাইল্ড সংগঠনটির গোপালগঞ্জ জেলা সভাপতি সাকিব আহমেদ, বি.এস.এম.আর.এস.টি.ইউ শাখার সেক্রেটারী মাহাবুব সিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য সোহানা, ইসমাইল শেখ, কৃষ্ণ ঘোষ, রুবায়েত রাকিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন পোশাক পেয়ে খুশি এসব পথশিশুরা।