মোস্তাক আহম্মেদ নরসিংদীঃ ॥ ৭ জুন বৃহস্পতিবার শিবপুর উপজেলার যোশর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে যোশর ইউনিয়ন পরিষদ মাঠে ইফতার, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যোশর ইউপি চেয়ারম্যান মোঃরাসেল আহাম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ মানুষের নেতা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, নৌকার মাঝি সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সফল সাধারন সম্পাদক জহিরুল হক ভূইয়া মোহন , নরসিংদী-৩ শিবপুর । বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, ,শিবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া ও সাধারণ সম্পাদক ফারুক খান, শিবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন ভূঞা সহ শিবপুর উপজেলা, যোশর ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।