দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের দেখার হাওরের ডি-৩২ ফসল রক্ষা বাঁধের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ২৯ মে পিআইসির সভাপতি আব্দুল মালেক ও সদস্যসচিব জমিলুল হকের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন পিআইসির ২ সদস্য। অভিযোগ সূত্রে জানা যায় দেখার হাওর ডি ৩২নং ফসল রক্ষা বাঁধ প্রকল্পের ৫ লক্ষ ৫০ হাজার ৫০ টাকা বরাদ্দ হয়। গত ১৫ মার্চ প্রকল্পের কাজ শেষ হওয়ার পর বিল উত্তোলন নিয়ে পিআইসির সভাপতি ও সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সভাপতি অনেক ক্ষেত্রেই প্রকল্পের ওয়ার্ক পারমিট না দেখিয়ে কৌশলে টাকা আত্মসাতের পাঁয়তারা করছেন বলে জানান পিআইসির ২ সদস্য ও ভুক্তভোগী জনগণ। পিআইসির সভাপতি আব্দুল মালিক সম্পর্কে জানতে চাইলে পিআইসির সদস্য ও ভুক্তভোগীগন জানান বিগত অকাল বন্যার বাঁধের টাকা আত্মসাতের দায়ে দুর্নীতি মামলার আসামি।অভিযুক্ত পিআইসির সভাপতি প্রকল্পের এগ্রিমেন্ট ও মাস্টাররোল ফ্রম জাল স্বাক্ষর দিয়ে টাকা আত্মসাৎ করেছেন বলে জানা যায়। পিআইসির সভাপতি ও সদস্য সচিব মিলে প্রকল্পের টাকা কৌশলে আত্মসাৎ করেছেন বলে জানান ভোক্তভোগিগন।এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান পিআইসির সদস্যবৃন্দ লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হইবে।