আসাদুর রহমান সানীঃ বন্দরে এনায়েত নগর নয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ২১নং ওয়ার্ড’স্থ এনায়েত নগর নয়াপাড়া সড়কে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।নয়াপাড়া পাড়া জামে মসজিদের সভাপতি হাজী আব্দুর হান্নান মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এনায়েত নগর পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান,এনায়েত নগর বহুমূখী সমবায় সমিতির সভাপতি মোঃ রাশেদ,সমাজসেবক মোঃ শাহীন মৃধা,আশাদুজ্জামান চঞ্চল,মোঃ ফজলুল হক,নারায়াণ বাবু,মোঃ জুম্মান,মোঃ ইউনুছ মিয়া,নুরু মিয়া,সুজন মিয়া,সামাদ মিয়া,মোঃ হানিফ,জয়নাল মিয়া,কামাল মিয়া,সোলেমান,আরমান প্রমূখ।ইফতার ও দোয়া পূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে হাজী আব্দুর হান্নান বলেন,মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজ আমরা যে স্থানে এতিমদের নিয়ে ইফতারের আয়োজন করেছি সে রাস্তাটি দীর্ঘ ১১ বৎসর অনেক চড়াই-উৎড়াই পাড় করে জনগনের সুবিধার্থে রাস্তাটি নির্মাণ করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন,এ রাস্তাটি নির্মান শুরু করেছিলাম গত ২০০৬ সালের ২৯ ডিসেম্বর। কতিপয় কুচক্রি মহল এ রাস্তা নির্মানে বাধা সৃষ্টি করছিল। শত বাধা উপেক্ষা করে ২০১৮ সালের জুন মাসের প্রথম দিকে এ রাস্তাটি পুরোপুরি শেষ করতে পেরেছি। পবিত্র ঈদুল ফিতরের পরই আমরা এই এলাকার জনগনকে সাথে নিয়ে সংলঘূ স¤্রদায়ের ভূমি আমরা দখল মুক্ত করব ইনশাআল্লাহ। আজ আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি এ এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতে দূর্ভোগ লাঘবে সক্ষম হয়েছি। আল্লাহতায়ালা কঠিন পরীক্ষার পর আমাকে সফলতা এনে দিয়েছে। সর্বোপরি এটাই প্রমানিত হল সৎ পথে সংগ্রাম করলে আল্লাগতায়ালা তার বান্দাকে কখনো নিরাশ করেন না।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সামছুল হক।