সময়ের চিন্তা ডট কমঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হতে পারে তবে এ বিষয়ে আলোচনার প্রয়োজন আছে।
আজ বৃহস্পতিবার (৭ জুন) ছয় দফা দিবস উপলক্ষ্যে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন ।
ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা ব্যাপারে নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করবে। পরিস্থিতি যদি চাহিদা করে তাহলেই কেবল মাত্র সেনাবাহিনী মোতায়েন হতে পারে। কিভাবে মোতায়েন হবে সেটা পরিস্থিতিই বলে দেবে।
এসময় তিনি বলেন, এবার বাজেটে নতুন করে কর আরোপ করা হয়নি। এতে জনগণ খুশি হয়েছে, তবে নতুন বাজেট নিয়ে বিএনপি অখুশি। সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি