প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  একনেক বৈঠকে ৮ প্রকল্প অনুমোদন

458

পুলিশ বিভাগের সার্কেল এএসপিদের জন্য ৫০টি অফিস কাম বাসভবন নির্মাণসহ আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এগুলো অনুমোদন দেয়া হয়। বৈঠক
শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, এই আট প্রকল্পে ব্যয় হবে এক হাজার ৫৭৬ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে এ অর্থ সরবরাহ করা হবে।

মন্ত্রী জানান, পুলিশ বিভাগের ওই প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি টাকা। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পুলিশ ও গণপূর্ত অধিদফতর ২০১৭ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে।

অন্য প্রকল্পের মধ্যে রয়েছে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিসিকের জন্য বহুতল ভবন নির্মাণ, জেলা সড়ক উন্নয়ন, রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণ, চট্টগ্রামের পতেঙ্গায় পর্যটন সুবিধা বাড়ানো, উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র স্থাপন, সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্র স্থাপন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি ও পার্শ্ববর্তী এলাকা রক্ষার্থে পদ্মা নদীর ডান পাশের তীর সংরক্ষণ প্রকল্প।