বন্দরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় ফুপাতো ভাইকে কুপিয়ে জখম

455

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় ফুপাতো ভাই তুষার ও মুসলিমকে কুপিয়েছে সন্ত্রাসী জুয়েল গং। শনিবার সকালে থানার পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যপারে শনিবার তুষারের মা নাজমা ও আহত মুসলিম বাদী হয়ে বন্দর থানায়  পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন থানার চৌধুরীবাড়ি এলাকার মোঃ জলিল মিয়ার দুই ছেলে জুয়েল ও সাজ্জাদ এবং একই এলাকার বদু মিয়ার ছেলে রনি। অভিযোগে উল্লেখ করা হয়,বন্দর চৌধুরীবাড়ী এলাকার জলিল মিয়ার ছেলে জুয়েল ও সাজ্জাদ দীর্ঘদিন যাবৎ থানার বিভিন্ন এলাকায় মাদকের রমরমা বব্যবসা করে আসছে। এসবের প্রতিবাদ করলে একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে তুষার ও শফি মিয়ার ছেলে মুসলিমের সাথে প্রায় সময় তাদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হত।এরই প্রেক্ষিতে শনিবার সকালে তুষার ও মুসলিম নিজেদের কর্মস্থল হতে বাড়ি ফেরার পথে মাদক ব্যবসায়ী জুয়েল ও তার সন্ত্রাসীবাহিনী দেশী অস্ত্রসস্ত্রসহ তাদের পথরোধে করে অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায় জুয়েলের হাতে থাকা ইস্পাতের চাপাতি দিয়ে মুসলিমের মাথায় এলোপাথাড়ী কোপাতে থাকে, এ সময় তুষার এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এসময় অপর সন্ত্রাসী রনি মুসলিমের পকেটে থাকা একটি স্যামসাং মোবাইল ফোন হাতিয়ে নেয়। এসময় আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে জুয়েলবাহিনী তাদের হত্যার হুমকিসহ ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়দের সহয়তায় আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। আহতদের মধ্যে মুসলিমের মাথায় ২২ টি সেলাই ও হাতে ১১ টি সেলাই ও তুষারের বুকে ২টি সেলাইসহ মারাত্নক জখম হয়েছে।এরিপোর্ট লিখা পর্যন্ত আহতদের আশংকা এখনো কাটেনি।