সদর-বন্দর আসনে আমরা আর লাঙ্গলের বোঝা বহন করতে চাইনা-গোলাম কিবরিয়া খোকন

449

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন বলেছেন,আমরা নারায়ণগঞ্জ ৫টি আসনে নৌকা চাই। সদর বন্দর আসনে আমরা আর লাঙ্গলের বোঝা বহন করতে চাইনা। লাঙ্গলের ভারে আমরা নুজ্য হয়ে পড়েছি। দল ক্ষমতায় আওয়ামীলীগের অথচ বন্দরে আ’লীগনেতারা লাঞ্চিত হয়। এ লজ্জা আমাদের এখন কুড়ে কুড়ে খাচ্ছে।

শনিবার বিকেলে চৌরাপারা কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল দ্বিধাদন্দ ভাসিয়ে দিয়ে আমরা আগামী নির্বাচনে নৌকা প্রতিকে স্বতস্ফূর্তভাবে নৌর্কা মার্কায় ভোট দিতে চাই। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ণমূলক সাফল্য ধরে রাখতে নৌকা মার্কাার কোন বিকল্প নাই। স্বেচ্ছাসেবকলীগের এই ইফতার মাহফিল থেকে আমরা শপথ নিতে চাই যে কোন মূল্যে আমরা নৌকার মাঝি চাই।

বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুল আসিলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সিপন প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে ২৫নং ওয়ার্ড আ’লীগনেতা হাজী নিজাম উদ্দিন,কবি নজরুল সপ্রাবি’র পরিচালনা পরিষকদের সভাপতি আশরাফ উদ্দিন,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রাকিব হোসেন,যুগ্ম সম্পাদক মোঃ সোহাগ।

বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীর সার্বিক তত্বাবধাণে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবলু মিয়া,সহ সভাপতি বাপ্পি মিয়া,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অভি,কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইদুর রহমান জিএম,যুগ্ম আহবায়কআরিবুল্লাহ বাহার,যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন,মোঃ সেন্টু,শামীম,দ্বীন ইসলাম রাজন,মুন্না,অরিফ প্রমূখ।