বন্দরে ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ ইয়াবা ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান

462

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ভ্রাম্যমান আদালত ২ ইয়াবা ব্যবসায়ীকে পৃথক ৬ মাস করে বিনাশ্রম সাঁজা প্রদান করেছে।

শনিবার সন্ধ্যায় ও রোববার দুপুরে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিন্টু বেপারী এ সাঁজা প্রদান করেন।গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী হলো বন্দর শাহীমসজিদস্থ পশ্চিম খালপাড় এলাকার মৃত শহীদ মনতাজ উদ্দিন মাষ্টারের ছেলে ইয়াবা ব্যবসায়ী নাজিম উদ্দিন (৫০) ও একই থানার মিরকুন্ডী এলাকার মালেক মুন্সির ছেলে আবুল খায়ের (৩৫)

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস শনিবার বিকেলে বন্দর উপজেলার কল্যান্দী রেললাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ফেরি করে ইয়াবা বিক্রির সময় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে।

এ ছাড়াও বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইনসহ সঙ্গীয় র্ফোস ওই রাতে বিবিজোড়া এলাকায় অভিযান চালিয়ে ২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মালেক মুন্সির ছেলে ইয়াবা ব্যবসায়ী আবুল খায়েরকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের বন্দর উপজেলা পরিষদে নিয়ে গেলে সেখানকার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিন্টু বেপারী মাদক ব্যবসায়ী নাজিম উদ্দিন ও আবুল খায়েরকে পৃথক ভাবে ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান করে।