বন্দর প্রতিনিধিঃ বন্দরে ২ মাদক সেবীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত । সোমববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিন্টু বেপারী ঘটনাস্থল থানার ঢাকেরশ্বরী ও চিতাশাল এলাকায় এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাজা দেন । জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইনসহ নেতৃত্বে সোমবার সকালে বন্দর থানার লক্ষনখোলাস্থ ঢাকেরশ্বরী এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান পরিচালনার সময় গাঁজা সেবন অপরাধে একই এলাকার কমল চন্দ্র দাসের ছেলে মাদক সেবনকারী সুমন চন্দ্র দাসতে (৩৩) আটক করে। পরে থানার উপ-পরিদর্শক আনোয়ার বিষয়টি বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীকে অবগত করলে, তিনি দ্রুত ঘটনাস্থলে এসে মাদক সেবী সুমন চন্দ্রকে ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে। একই দিনে বন্দর থানার এএসআই শহিদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স বন্দর চিতাশাল এলাকায় অভিযান চালিয়ে ২পুড়িয়া গাঁজা সহ একই এলাকার আমির হোসেন মিয়ার ছেলে মাদক সেবনকারী আরিফকে (২৫) আটক করে। একইভাবে পুলিশ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে মাদক সেবনকারী আরিফকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে ছেড়ে দেয়।