মরহুম জয়নাল আবেদীন সরকার স্মৃতি সংসদের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

798

 

মোস্তাক আহম্মেদ নরসিংদীঃ ১১ জুন সোমবার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দার পাড়া বাসষ্ট্যন্ড অবস্হিত প্রয়াত নেতা বাঘাব ইউনিয়নের প্রাক্তন সফল চেয়ারম্যান মরহুম জয়নার আবেদীন সরকার স্মৃতি সংসদ,   স্হাপিত হয় ২০১৮ ইং সালে, যার অক্লান্ত পরিশ্রম সাবেক চেয়ারম্যান মরহুম জয়নাল আবেদীন এর উত্তর সুরী একান্ত ছোট ভাই জাহিদ সরকার,   বড় ভাই এর আদর্শ কে আগলে রাখার জন্য বাঘাব ইউনিয়নের সর্বস্তরের গরিব দুখি মানুষের মাজে নিজ অর্থে  এক কেজি পোলাউ এর চাউল, এক কেজি চিনি,আধা লিটার সোয়াবিন তৈল,একটি দুধের পেকেট, এক পেকেট লাচ্ছা সেমাম ও একটি লুঈি দেন,  নগত ৫০ হাজার টাকা সহ ৫ শত লোকের মাজে বিতরন করেন, বাঘাব ইউনিয়নের অহংকার গরিব দুখি মানুষের বন্দু,জাহিদ সরকার,  ঈদ সামগ্রী বিতরন উপস্হিত ছিলেন সাবেক ইউপি সদস্য আঃ হামিদ হারি, সাবেক ইউপি সদস্য সুরুজ সরকার, দেলোয়ার হোসেন দেলু,  সমাজ সেবক মোঃ মাসুদ।