জেলা কারাগারে গরিব দুঃস্হদের মাজে নতুন পোষাক বিতরন করেন–সৈয়দা ফারহানা কাউনাইন

470

মোস্তাক আহম্মেদ নরসিংদীঃ ১২ জুন মঙ্গলবার  নরসিংদী  জেলার মাননীয় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন নরসিংদী জেলা কারাগারে জেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারী কারা পরিদর্শকগণের সহযোগিতায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব দুঃস্থ কারাবন্দিদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন। মাননীয় জেলা প্রশাসক মহিলা কারাবন্দিদের সুযোগ সুবিধার ব্যাপারে কারাগার কর্তৃপক্ষকে দৃষ্টিদানের জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন।

মাননীয় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদ-উল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করেন। এসময় তিনি বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অন্যান্য সাধারণ শিশুদের চাইতে আলাদা হলেও তাদের প্রতি আমাদের মনোযোগের যেনো কোনোরূপ ঘাটতি না হয়। এই শিশুরাও আমাদের সম্পদ। সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনাই পারে এই শিশুগুলোকে সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিতে।”