বন্দরে গাঁজাসহ মাদক সম্রাট লেংড়া টিপু গ্রেপ্তার

445

বন্দর প্রতিনিধিঃবন্দরে চিহিৃত মাদক সম্রাট লেংড়া টিপু (৪৮)কে পুলিশ গ্রেপ্তার করলেও পালিয়ে গেছে তার স্ত্রী মাদক স¤্রাজ্ঞী শাহানাজ চৌধূরী (৪২)। ওই সময় পুলিশ মাদক ব্যবসায়ী লেংড়া টিপু কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করে।

মঙ্গলবার বিকেলে থানার ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ টিপুকে গ্রেপ্তার সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ৩৩(৬)১৮।

জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক হামিদুলসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকায় মাদক ব্যবসায়ী লেংড়া টিপুর বসত-বাড়ীতে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৪’শ গ্রাম গাঁজাসহ একই এলাকার মৃত হাজী মোহাম্মদ হোসেন খানের ছেলে চিহিৃত মাদক সম্রাট লেংড়া টিপুকে গ্রেপ্তার করে। ওই সময় তার স্ত্রী চিহিৃত মাদক সম্রাজ্ঞী শাহনাজ চৌধূরী কৌশলে পালিয়ে যায়।

ধৃতকে মাদক মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।