বন্দরে ২ সন্তানের জননীকে গরম খুন্তি গিয়ে ছ্যাকা দেওয়ার ঘটনায় পাষান্ড স্বামী গ্রেপ্তার

387

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ২ লাখ টাকা যৌতুক না পেয়ে ২  সন্তানের জননী জাহানারা বেগমকে গরম খুন্তি দিয়ে গালে ছাঁকা দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে থানার একরামপুর ইস্পাহানী এলাকার আবু মিয়ার ভাড়াটিয়া বাড়ীতে এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে নির্যাতিত ২ সন্তানের জননী জাহানারা ওরফে জানু বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ  পাষান্ড স্বামী জাকির হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে।

যার মামলা নং-৩২(৬)১৮ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন/২০০০ (সং/০৩) এর ১১ (খ)/৪(২)(খ)।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা চৈতনকান্দা এলাকার মাহমুদ আলী ছেলে জাকির হোসেনের সাথে একই এলাকার মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে জাহানারা ওরফে জানুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ২টি সন্তানের জন্ম হয়। অভাব অনটনের কারনে তারা আড়াই হাজার এলাকা ছেড়ে দিয়ে বন্দর একরামপুর ইস্পাহানী এলাকার আবু মিয়া বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

গত ৬ মাস পূর্বে যৌতুক লোভী স্বামী জাকির হোসেন তার স্ত্রী জাহানারা বেগমের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করে। দাবীকৃত যৌতুক না পেয়ে গত ১২ জুন রাতে পাষন্ড স্বামী ক্ষিপ্ত হয়ে গরম খুন্তি দিয়ে স্ত্রীর ডান গাল জ্বলসে দেয়। স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই পাষন্ড স্বামীকে গ্রেপ্তার করে ওই মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে।