বন্দর প্রতিনিধিঃ বন্দরের চৌড়াপাড়া এলাকায় ২ শতাধিক দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এড. আল আমিনের বাস ভবন থেকে নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু নিজ অর্থায়নে এ শাড়ি-লুঙ্গী বিতরণ করেন।
এ সময় এড. আনিসুর রহমান দিপু বলেন, শেখ হাসিনা ছাড়া এ দেশের উন্নয়ন কল্পনাও করা যায় না। শেখ হাসিনার নেতৃত্বেই এ দেশে আগামীতে সিঙ্গাপুরকে ছাড়িয়ে উন্নত দেশে রূপ নিবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ণ দেশের দিকে এগোচ্ছি। সে দিন আর বেশী দুরে নয় তখন আমরা জাকাত নিব না আমরা জাকাত দিব। শাড়ি-লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী শফিউদ্দিন, আওয়ামীলীগ নেতা শহীদুল¬াহ মাস্টার, এড. আল আমিন, শাহজাহান মোল্লা, হাজী আক্তার হোসেন, নূর মোহাম্মদ, হাজী রফিক, ফয়েজ আহাম্মেদ, নাদিম, নাজিম উদ্দিন প্রেসিডেন্ট প্রমুখ।