সময়ের চিন্তা ডট কমঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার পাশাপাশি আগ্রহীদের দানে ‘ঈদ উপহার ২৭ স্থানে’ শ্লোগান নিয়ে ১৫ জুন সকাল ১০ টায় ঢাকার তোপখানা রোডস্থ কার্যালয় থেকে কর্মসূচী শুরু হবে। এসম্পর্কিত এক লেখায় নতুনধারা বাংলাদেশ এনডিবির অফিসিয়িাল পেইজে বলা হয়েছে- ‘নতুনধারার ডাকে যারা সারা দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা আর যারা ভাবছেন, তাদের জন্য বলা-আগামীকাল সকাল ১০ টা থেকে শুরু হবে ঢাকা, বরিশাল, মেহেন্দীগঞ্জ সহ ২৭ স্থানে ৪ দিন ব্যাপী ঈদ উপহার প্রদান কর্মসূচী চাইলেই আপনি অংশ নিতে পারেন সামর্থনুযায়ী আজ, আগামীকাল এবং ঈদের পূর্বদিন পর্যন্ত নতুনধারা বাংলাদেশ এনডিবির কার্যালয়ে সরাসরি এসে অথবা বিকাশ-০১৭৯৫৫৬৮১৩৭ কিংবা ব্যাংক একাউন্ট নম্বর – ০১০১১৫৬৬৯৮১৬ (নতুনধারা বাংলাদেশ এনডিবি, জনতা ব্যাংক, তোপখানা রোড শাখা, ঢাকা) তে প্রদান করতে পারেন ‘নতুন নেতৃত্ব, নতুন সম্ভাবনা’ এগিয়ে যাচ্ছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিকধারা- নতুনধারা বাংলাদেশ এনডিবি আপনিও স্বেচ্ছানুদানের রাস্তায় এগিয়ে আসতে পারেন নিরন্তর-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এজন্য টাকা নয়, পয়সা নয়-আপনার আন্তরিকতাই যথেষ্ট…(এই লেখাটি শুধুমাত্র নতুনধারাকে যারা ভালোবাসেন, তাদের জন্য)।’