বন্দর প্রতিনিধিঃ বন্দরে ভ্রাম্যমান আদালত ২ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাঁজা প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী নবীগঞ্জ নোয়াদ্দা ও সাবদী এলাকা এসে এ সাঁজা প্রদান করেন।
জানা গেছে, বন্দর থানার পিএসআই নাজমুলসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে ৪ পুড়িয়া গাঁজাসহ একই এলাকার মৃত আহাম্মদ আলী মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শাহ আলম (৫০)কে গ্রেপ্তার করে। পরে পুলিশ বিষয়টি বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীকে অবগত করলে তিনি সাথে সাথে ঘটনাস্থলে এসে মাদক ব্যবসায়ী শাহ আলমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
একই দিনে দুপুরে বন্দর থানার অপর এএসআই জাকিউলসহ সঙ্গীয় র্ফোস সাবদী এলাকায় অভিযান চালিয়ে ৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মৃত মোছলিম মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী জাকির হোসেন (৪৫)কে গ্রেপ্তার করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিন্টু বেপারী গ্রেপ্তারকৃতকে ২ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান করে। এ রির্পোট লেখা পর্যন্ত সাঁজাপ্রাপ্ত ২ আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।