বন্দর প্রতিনিধিঃনারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্¦ একেএম সেলিম ওসমানের অর্থায়ণে প্রদত্ত ঈদ সামগ্রী বৃহস্পতিবার ২৪নং ওয়ার্ডের দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। বিকেল ৩টায় নবীগঞ্জ বুধবারের হাট সংলগ্ন জাতীয় ছাত্র সমাজের কার্যালয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে ১ হাজার পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান,মোঃ নবী হোসেন,মোঃ আমির হোসেন,২৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ সুজন,আনোয়ার হোসেন,আবু তালেব,নবীগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তৌহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক এম.কে সফলসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।