স্পীকারের সাথে নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম এর সম্পাদকের সৌজন্য সাক্ষাত

571

সময়ের চিন্তা ডট কমঃ আজ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম লিঃ এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহীম খলিল বিকাল ৩.০০ ঘটিকায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি স্পীকারের বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ প্রকাশনার ডকুমেন্টস তুলে দেন ।
স্পীকার বলেন, ইব্রাহীম খলিল দীর্ঘ দিন যাবত নিরলস পরিশ্রমের মাধ্যমে জাতীয় সংসদ বিট করছেন এবং বাংলাদেশে অনুষ্ঠিত ৬৩ কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন এর সম্মেলনে অত্যন্ত দক্ষতার সাথে সংবাদ কাভারেজ করেছেন।
স্পীকার অনলাইন পত্রিকা নিউজটুনারায়ণগঞ্জডটকম প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ইব্রাহীম খলিল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদের উন্নয়নে পাশে থাকবেন বলে উল্লেখ করেন।
এ সময় স্পীকারের একান্ত সচিব ডেপুটি সেক্রেটারি কামাল বিল্লাহ ও জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মোঃ তারিক মাহমুদ উপস্থিত ছিলেন।