রাজবাড়ীতে গাছ চুরির মামলায় ২ আওয়ামীলীগ নেতা কারাগারে

450

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু দিবালোক কুন্ডু জীবন ও জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার ঠান্ডু বৃহস্পতিবার গাছ চুরির মামলায় জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

জানাগেছে, রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু দিবালোক কুন্ডু জীবন ও জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার ঠান্ডুর বিরুদ্ধে ১০ লাখ টাকার গাছের গুড়ি চুরির অভিযোগে মামলা হয়। অভিযুক্ত দিবালোক কুন্ডু জীবন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুবলীগ সভাপতি। রাজবাড়ীর জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট ২ নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন পাংশার পাট্টা ইউপির নিভা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোঃ মাসুক আহম্মেদ। মামলায় ৬ জনকে আসামী করা হয়। আদালত এ মামলাটি  তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য  পাট্রা ইউপি চেয়ারম্যানকে করার নির্দেশ দেয়। চেয়ারম্যান তদন্ত পুর্বক আদালতে প্রতিবেদন দাখিল করে। বাদীর বাবা ও চাচার নিজ রেকর্ডীয় সম্পত্তি  হইতে ২৫টি মেহগনি গাছ, ১০টি জাম গাছ, ২টা সেগুন গাছ ৯ নভেম্বর কর্তন করে দিবালোক কুন্ডু জীবন। যার আনুমানিক মূল্য দশ লাখ টাকা। গাছগুলো কাটার পর পাট্টা ইউপির বাহের মোড় সংলগ্ন আকিরণ স’মিলে পাঠানো হয়। এ সময় বাদী বাধা দিলে তাকে আওয়ামী লীগ নেতার হুকুমে অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেয় এবং জোরপূর্বক গাছের গুড়ি পাচার করে।

স্থানীয় বাসিন্ধারা জানান, ৯ তারিখে এখানে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। এটা সাজানো নাটক।

পাট্টা ইউপির বাহের মোড় সংলগ্ন আকিরণ স’মিলে মালিক গোলাম সরোয়ার ঠান্ডুু গ্রেফতারের আগে জানান, ঘটনার দিন আমার মিলে কোন গাছের গুরি আসেনি। এটি একটি আজগুবি গল্প। সম্প্রতী পাংশায় প্রতিপক্ষ ফাসানো রাজনীতি শুরু হয়েছে। এটি সেই রাজনীতি অংশ ।

মামলার অভিযুক্ত দিবালোক কুন্ডু জীবন জানান, আমার জুট মিলের পাট ক্রয় কেন্দ্র রয়েছে বাহের মোড়ে। মামলার ২ নং আসামি জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার ঠান্ডু  তা পরিচালনা করে থাকেন। মামলার বাদী মাসুক আহম্মেদের সঙ্গে গোলাম সরোয়ার ঠান্ডুর  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই মামলা হয়েছে। আমাকে উদ্দেশ্য প্রনোদিতভাবে এ মামলায় জড়ানো হয়েছে। দিবালোক কুন্ডু জীবন পার্থ জুট মিলের চেয়ারম্যান,ফার্মা জুট মিলের ভাইস চেয়ারম্যান,পাংশা রোটারী ক্লাবের সভাপতি,পাংশা এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের কোষাধ্যক্ষ,রাজবাড়ী চেম্বার অপ কমার্স এর পরিচালক,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদের উপজেলা সেক্রেটারী,রাজবাড়ী প্রেসক্লাবে আজিবন সদস্য,জেলা রেড ক্রিসেন্ট এর আজিবন সদস্য, সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করে। পাংশার আওয়ামীলীগের রাজনীতিতে তার যথেষ্ট সুনাম আছে।