বন্দরে আলাউদ্দিন পাগলা আর নেই

563

বন্দর প্রতিনিধিঃ বন্দরে দি বাওয়া জুট মিলস ওয়ারকার্স ইউনিয়নের সাবেক সহ-সাধারন সম্পাদক আলাউদ্দিন পাগলা (৬৫) আর নেই। ইন্নালিল্লাহী……….. রাজিউন।

বৃহস্পতিবার ভোর ৫টায় তার নিজ বাসভবনে র্হাটস্টোকে আক্রান্ত হয়ে তার নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা বৃহস্পতিবার বাদ জহর মদনগঞ্জ টিক্কারমোড় এলাকায়  অনুষ্ঠিত হওয়ার পর মদনগঞ্জ সিটি কর্পোরেশন কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।

মরহুম আলাউদ্দিন পাগলার নামাজের জানাযায় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, বীরমুক্তিযোদ্ধা মোতাব্বের হোসেন, জেলা আওয়ামীলীগ সদস্য হাজী আমজাদ হোসেন, সমাজ সেবক মোখলেস চৌধূরী, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, হাজী পিয়ার আলী, ইসলামপুর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী হাবিব সরদার, সমাজ সেবক আসাদুল্লাহ, হাজী মাছুম, আওয়ামীলীগ নেতা বাবু মিয়া, সমাজ সেবক আবুল কাশেম, আবুল বাসেদ ও শ্যামলসহ মরহুমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী।