বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ী কাছ থেকে ৪৯ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। বুধবার রাতে বন্দর থানার চিড়াইপাড়া ও বন্দর আমিন আবাসিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বন্দর থানার চিড়াইপাড়া এলাকার মৃত ছাতুন বেপারী ছেলে আবুল হোসেন (৪০) এর কাছ থেকে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও বন্দর আমিন আবাসিক এলাকার ৪নং গল্লী এলাকার মৃত মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে মাঈনুউদ্দিন (২৪) এর কাছ থেকে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।