বন্দর প্রতিনিধিঃ বন্দরে সারা বছরের ন্যায় এবারও দুস্থ্য এতিম বহুমূখী সংগঠনের উদ্যোগে সুন্নতে খাতনা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার পবিত্র ঈদুল ফিতরের ২য়দিন শাহীমসজিদ’স্থ ৯নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেনী কক্ষে এ সুন্নতে খাতনা অনুষ্ঠিত হয়।
এ সুন্নতে খাতনায় ২১জন সুবিধা বঞ্চিত শিশুদের মুসলমানী করা হয়।
এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।
দুস্থ্য এতিম বহুমূখী সংগঠনের সভাপতি ও প্রধাণ উদ্যোক্তা হারুনুর রশিদের সভাপতিত্বে উপস্থি ছিলেন দুস্থ্য এতিম বহুমূখী সংগঠনের সাধারন সম্পাদক জাকির হোসেন,সহ-সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন,বিল্লাল হোসেন,মোঃ কাউছার,ছোবহান মিয়া, সালাউদ্দিন, কাউন্সিলর সচিব তালুকদার এনামুলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।