বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মোঃ সাজেদুর রহমান বলেছেন, পুলিশ জনসাধারনের নিরাপত্তা নিশ্চিৎ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশাসন ও জনগনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা দৃশ্যমান হচ্ছে বন্দর থানা পুলিশের কর্মকান্ড থেকে। মানুষ চিরকাল এ নশ^র পৃথিবীতে স্থায়ী হয়না। মানুষের কৃতকর্মের মাধ্যমেই মানুষ আজীবন বেচে থাকে। বন্দর উপজেলার নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচাজের্র সাথে পারস্পরিক যে ভালো সম্পর্ক রয়েছে তা উপলদ্ধি করতে পেরে খুবই আনন্দিত। কেননা,আমাদের একে অপরের পরিপূরক হয়ে আইনের শাষন প্রতিষ্ঠিত করতে হবে।
শুক্রবার সকাল ১০টায় বন্দর থানা প্রশাসন আয়োজিত বিদায় সংবধর্ণা অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০১৬ সালের ডিসেম্বর মাসের ১৮ তারিখে আমি এ জেলায় যোগদান করি। ১ বছর ৭ মাস ধরে আমি নারায়ণগঞ্জে দায়িত্ব পালণ করে আসছি। মানুষের মনে এখন আর ভয় জিনিসটা নেই । কেননা,নারায়ণগঞ্জের পরিবেশ আগের তুলনায় অনেকাংশে ভাল। মানুষ এখন অনেক সচেতন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গনমাধ্যম কর্মীদের ভূমিকা বিরল। তারাও প্রশাসনের পাশাপাশি জীবন বাজী রেখে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
বন্দর থানা অফিসার ইনর্চাজ একেএম শাহীন মন্ডলের সভাপতিত্বে ও থানার তদন্ত ওসি হারুন অর রশীদের সঞ্চালনায় বিদায় সংবধর্ণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী ও সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।