ষ্টাফ রিপোর্টারঃ আলোর সন্ধানে দুরন্ত অভিযানে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চাষাঢ়াস্থ ড্রিংক এন্ড ডাইন থাই চাইনিজ রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের আহবায়ক এড. শাহ আলী মোঃ পিন্টু খানের সভাপতিত্বে সদস্য সচিব এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোঃ সিরাজ উদ দৌলা খান ও বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী তথ্য অফিসার মোঃ সেলিম মাহমুদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন, যুগ্ম আহবায়ক এনামুল হক সিদ্দিকী, যুগ্ম আহবায়ক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ, নির্বাহী সদস্য শাহাদাত হোাসেন তৌহিদ, প্রেসক্লাবের সক্রিয় সদস্য মোহাম্মদ হোসেন, আবুল হাসান, ইউসুফ আলী প্রধান, মোঃ শামীম ও ফটো সাংবাদিক সাদ্দাম হোসেন মির্জা।
মনোমুগ্ধকর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার জীবন হোক বর্ণীল, আমরা ঐক্যবদ্ধ ভাবে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে এগিয়ে নিতে চাই। নারায়ণগঞ্জের সাংবাদিকদের মধ্যে আন্তরিকভাবে ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ্য। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণে যথেষ্ট পরিমাণ কাজ করবে অনলাইন প্রেসক্লাব এই প্রত্যাশাই রইল এবং নারায়ণগঞ্জের সকল সাংবাদিকদের প্রতি গণযোগাযোগ ও তথ্য অধিদপ্তরের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা থাকবে।