পাঠ্য পুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে–পিন্টু বেপারী

522

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী বলেছেন,মেধা বিকাশের জন্য পাঠ্য পুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য বই সম্পর্কেও অবগত করতে হবে। সাধারণ জ্ঞান থাকতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। শারীরিক সক্ষমতা বাড়াতে বেশী করে বিনোদন ও খেলাধূলার আয়োজন করতে হবে।

বুধবার দুপুরে ৫০নং সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ডিজিটাল হাজিরা ডিভাইজ এর শুভ উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ওই সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগম, নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,৫০নং সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ফরিদা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভা পাল, সহকারী শিক্ষক আবেদা খাতুন, জোবেদা বেগম, ফারহানা হক, পাপিয়া ফারজানা, মিতা সাহা, লাবনী আক্তার ও নাসরিন সুলতানা প্রমুখ।

শিক্ষকদের ডিজিটাল হাজিরা ডিভাইজ এর শুভ উদ্ধোধন পূর্বে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী ৫০নং সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করানোর পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।