ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান

396

বন্দর প্রতিনিধিঃ বন্দরে হৃদয় (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী মোবাইল কোর্ট বসিয়ে এ সাঁজা প্রদান করেন।

জানা গেছে, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ীর ইন্সপেক্টর তরিকুল আলম জুয়েলসহ সঙ্গীয় র্ফোস বুধবার সকালে বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়।

অভিযান চলাকালে পুলিশ ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শান্তিনগর এলাকার ফকির চাঁন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী হৃদয়কে গ্রেপ্তার করে। পরে ফাঁড়ী ইনর্চাজ তরিকুল বিষয়টি বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে এসে আটককৃত মাদক ব্যবসায়ী হৃদয়কে ৬ মাসের বিনাশ্রম সাঁজা প্রদান করে।

সাঁজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী হৃদয়কে ওই দিন দুপুরেই জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।