বন্দর নূরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা ছাত্র সিয়াম নিখোঁজ

430

বন্দর প্রতিনিধিঃ বন্দর শাহীমসজিদ’স্থ নূরানী হাফেজিয়া কওমী মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র হাসাইন আহাম্মেদ সিয়াম (১০) নিখোঁজ হয়েছে। সোমবার সকাল ১০টায় বন্দর থানার ২৩নং ওয়াডর্স্থ ইস্পাহানি এলাকা থেকে সে নিখোঁজ হয়।

নিখোঁজ মাদ্রাসার ছাত্র সিয়াম বন্দর ইস্পাহানীস্থ মোজাম্মেল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ও দিনমজুর সুমন মিয়ার ছেলে। স্বজনরা পরিচিত বিভিন্ন স্থানে খোজাখুজি করেও নিখোঁজের কোন সন্ধ্যান পায়নি।এ ব্যাপারে  দিনমজুর পিতা সুমন মিয়া বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন।