বন্দরে অজিত চৌধূরী ঝুলন্ত লাশ উদ্ধার

379

বন্দর প্রতিনিধিঃ বন্দরে অজিত চৌধূরী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। সোমবার রাতে বন্দর বাবুপাড়াস্থ টিটু মিয়ার ভাড়াটিয়া বাড়ী থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ব্যাপারে আত্মহননকারী অজিত চৌধূরীর চাচা পরশ চৌধূরী বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করেন।

আত্মহননকারী অজিত বন্দর বাবুপাড়া এলাকার আনিছুর রহমান টিটু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ও একই এলাকার দিনা নাথ চৌধূরীর ছেলে।

থানা সূত্রে  জানা গেছে,বন্দর ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে গলায় ফাঁস লাগাবস্থায় অজিতের মৃত দেহ উদ্ধার করে। পরে লাশের সুরুত হাল রির্পোট শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান,ঘটনার রাতেই বাবুপাড়াস্থ টিটু ভাড়াটিয়া বাড়ী থেকে অজিতের লাশ উদ্ধার করা হয়। অজিতের আত্মহত্যার কারন জানতে পারেনি তার স্বজনরা। আত্মহত্যার কারন জানার জন্য নিবিড় তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।