বালিয়াকান্দিতে দুর্বত্তদের হামলা,আহত-৪

552

জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে পৃথক দু,টি স্থানে  বৃহস্পতিবার বিকালে পথচারীদের উপর হামলা চালিয়ে ২টি মোটর সাইকেল ভাংচুর,একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ, ২টি মোটর সাইকেল জোড়পুর্বক ছিনিয়ে নেওয়াসহ ৪জনকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

পাংশার আসকার দানিয়েল সিপার জানান, পাংশা থেকে দু,টি মোটর সাইকেল যোগে নারুয়া হয়ে মধুখালী যাওয়ার পথে কয়েকজন যুবক নারুয়া বাজার থেকে পিছু নেয়। জঙ্গল বাজারে বৃষ্টির মধ্যে ঘরের সামনে অপেক্ষা করা কালীন ২০-২৫জন যুবক এসে কিছু বুঝে উঠার আগেই আসকার দানিয়েল সিপার, শহিদুল মিয়া, খন্দকার রিপন, মনোতোষ ওরফে মনোজকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। এসময় তারা এ্যাপাসী সাদা রংয়ের মোটর সাইকেল রাজবাড়ী-ল-১১-১০৭২ ভাংচুর করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। ডিসকভার মোটর সাইকেলটিও ভাংচুর করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বাড়ীর উদ্দেশ্যে পাঠিয়ে দেয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী স্বপন কুমার জানায়,হামলার নেতৃত্ব দেন মামুন মোল্যা, মিলন, সাবু, মাধব ঘোষ, সুজন, ইমরান।

গোলাম সরোয়ার ঠান্ডু মন্ডল জানান, আমিসহ ৩টি মোটর সাইকেল যোগে ফরিদপুরের কানাইপুর যাওয়ার পথে বালিয়াকান্দি ভাই ভাই পেট্রোল পাম্পের সামনে আসলে ১০-১২জন যুবক গাড়ী গতিরোধ করে। তারা গালিগালাজ করাসহ তার বাজাজ-১০০সিসি মোটর সাইকেল ভাংচুর করাসহ আরো ২টি মোটর সাইকেল আটকে রাখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।