নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বিমানের প্রথম হজ্জ ফ্লাইট

540

সময়ের চিন্ত্রা ডট কমঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ্জ-ফ্লাইট বিজি-১০১১ অদ্য সকাল ০৭:৫২ঘটিকায় ৪১৯ জন হজ্জ-যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব, এ,কে,এম শাহজাহান কামাল ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, এমপি এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইট বোয়িং ৭৭৭-৩০০ইআর এ হজ্জ-যাত্রীদের বিদায় জানান। তাঁরা উড়োহাজাজের অভ্যন্তরে হজ্জ-যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইনামুল বারী, চেয়ারম্যান সিভিল এভিয়েশন এয়ার ভাইস এম নাঈম হাসান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দিক আহমেদ এবং মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন ও বিমানের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিমান শ্রমিক লীগ (সিবিএ)’র সভাপতি মশিকুর রহমান উপস্থিত ছিলেন। ফ্লাইটটি জেদ্দার স্থানীয় সময় দুপুর ১১:৩০ ঘটিকায় জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে।

একই দিনে হজ্জ-ফ্লাইট বিজি-৩০১১ সকাল ১১:৫৫ মিনিটে ৪০২ জন, বিজি-৫০১১ বিকাল ১৫:৫৫ টায় ৪০২ জন এবং শেড্যুল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ০৮:৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। নির্ধারিত সময়ে, নির্বিঘেœ হজ্জ-ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ্জ-ফ্লাইট পরিচালনা করা হবে। এর আগে ১১ জুলাই ২০১৮ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনাস্থ হজ্জ-ক্যাম্পে হজ্জ কার্যক্রম-এর শুভ উদ্বোধন ঘোষণা  করেন।

এ বছর হজ্জ-ফ্লাইট ও শেড্যুল ফ্লাইটে মোট ৬৩,৫৯৯ (ব্যালটি ও নন-ব্যালটি) জন ধর্মপ্রাণ মুসলমান হজ্জ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ জেদ্দা যাবেন। এসব হজ্জ-যাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পারাপারের জন্য বিমান ইতিমধ্যেই নিজ¯^ সুপরিসর বোয়িং ট্রিপল সেভন উড়োজাহাজ প্রস্তুত রেখেছে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত সিডিউল ফ্লাইটেও  হজ্জ-যাত্রী পবিত্র ভূমিতে যাবেন। পবিত্র হজ্জের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি সর্বাঙ্গ-সুন্দর হজ্জ কার্যক্রম পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞ।

বাংলাদেশ থেকে এ বছর প্রায় ১,২৭,১৯৮ জন হজ্জ-যাত্রী পবিত্র হজ্জব্রত পালনে সৌদি আরব যাবেন। এ বছর বিমানে যাবেন মোট ৬৩,৫৯৯ জন হজ্জ-যাত্রী, এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় যাবেন ৭,১৯৮ জন অবশিষ্ট ৫৬,৪০১ জন যাবেন বেসরকারী ব্যবস্থাপনায়।

দুই মাস ব্যাপী হজ্জ-ফ্লাইট পরিচালনায় শেড্যুল ফ্লাইটসহ মোট ৩৫৯টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে ২৯৮ ‘ডেডিকেটেড’ এবং ৬১টি শেড্যুল ফ্লাইট। ১৪ জুলাই থেকে ১৫ আগষ্ট পর্যন্ত ‘প্রি-হজ্জ’-এ মোট ১৮৭টি ফ্লাইট পরিচালনা করা হবে  (ডেডিকেটেড-১৫৫ এবং শেড্যুল-৩২)। পোস্ট-হজ্জে ১৭২টি ফ্লাইট চলবে ২৭ আগস্ট থেকে ২৫সেপ্টেম্বর পর্যন্ত (ডেডিকেটেড-১৪৩ এবং শেড্যুল-২৯)। হজ্জ-ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-জেদ্দা উভয় স্থানেই বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে।

প্রত্যেক হজ্জ-যাত্রী (অফঁষঃ ধহফ ঈযরষফ) বিনামূল্যে সর্বাধিক ২(দুই) পিস ৪৬ (ছেচল্লিশ) কেজি মালামাল এবং কেবিন ব্যাগেজে ০৭ (সাত) কেজি মালামাল সংগে নিতে পারবেন। কোন অবস্থাতেই প্রতি প্রিস ব্যাগেজ এর ওজন ২৩ (তেইশ) কেজি এর বেশি হতে পারবে না। প্রত্যেক হজ্জযাত্রীর জন্য ০৫(পাঁচ) লিটার জমজমের পানি ঢাকা/চট্টগ্রাম/সিলেট নিয়ে আসা হবে এবং হাজী সাহেবানরা ঢাকা/চট্টগ্রাম/সিলেট ফেরৎ আসার পর তাঁদেরকে তা প্রদান করা হবে। হাজী সাহেবানরা সাথে করে বিমানে কোন অবস্থাতেই পানি বহন করতে পারবেন না।

বিমান কর্তৃক পরিচালিত ডেডিকেটেড হজ্জ-ফ্লাইটসমুহের চেক-ইন, ইমিগ্রেশন ও কাস্টমস আনুষ্ঠানিকতা প্রতিবারের ন্যায় এবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনাস্থ হজ্জ ক্যাম্পেই সম্পন্ন করা হবে।

১৯৭৩ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ৯ লক্ষ ৯৭ হাজার ৬৪৮ জন হাজী হজ্জ-পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর সেবা গ্রহণ করেছেন। ২০১৮ সালের হজ্জ-কার্যক্রম সফল করে তুলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রিয় দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে।