মদনগঞ্জ ফুটবল একাডেমীর উদ্যোগে ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন

688

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মদনগঞ্জে কৃতি ফুটবলারদের মাঝে ক্রীড়া সামগ্রী ও ১ম নাসিম ওসমান স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৪  ২০১৬ ইং এর অপরাজিত চ্যাম্পিয়ন ,বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠাতার ,বিকেএসপি  আয়জিত প্রতিভা তাণেম্ন তৃণমূল কাপ ২০১৮ এর রানার্স আপ ও টুর্নামেন্টের সেরা খেলোয়ার ও কনফেডারেশন ফিফা বিশ্ব এ্কাদশের  বাংলাদেশের প্রথম প্রতিনিধিত্বকারী গোলাম রাব্বী খান ও বিশ্বকাপ বিশ্ব একাদশের প্রথম বাংলাদেশী প্রতিনিধি গোলাম রাফিকে সংবর্ধনা প্রদান করেছে মদনগঞ্জ ফুটবল এ্কাডেমী । শুক্রবার সন্ধ্যায় মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ,  মদনগঞ্জ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ও বি এ জোবায়ের নিপু।এসময় নিটল ইন্সুরেন্স কোম্পানির পক্ষ থেকে মধ্যে উলে­খিত প্রত্যেকের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরন করা হয় । বিতরনী অনুষ্ঠানে অংশ নেন  মদনগঞ্জ ফুটবল একাডেমীর প্রধাণ উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আজহার উদ্দিন ,মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ও ফুটবল একাডেমীর সকল সদস্য , প্রাক্তণ ফুটবলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।