বন্দরে ৮০পিছ ইয়াবাসহ গ্রেফতার-২

623

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। ধৃতরা হলেন  সোনারগাঁও থানার বাগুড়ী এলাকার সাজেদুল করিমের ছেলে নাজির ও বন্দর সোনাচড়া এলাকার মোঃমনির মিয়ার ছেলে ছবির হোসেন। এব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায় অভিযানে, ধামগড় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এ এস আই কামরুল ইসলামের নেতৃত্বে থানার সোনাচড়া এলাকা হতে ছবির হোসেনকে ৫৫পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা  হয়।একই রাতে এএস আই জাহাঙ্গিরের নেতৃত্বে ধামগড় এলাকা হতে নাজিরকে ২৫পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।ধৃতদের শনিবার  দুপুরেই  নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়