ফতুল্লা খাঁ বাড়ির পেছনে ইয়াবা ও আদম ব্যবসায়ী বরিশাইল্লা সিদ্দিক বেপরোয়া

875

নিজস্ব প্রতিনিধিঃ ফতুল্লা শাজাহান রোলিং মিল খা বাড়ির পিছনে তার বাড়ি গ্রামের বাড়ি বরিশাল সিদ্দিক মিয়া সেখান থেকে তার আদম ব্যবসার শুরু। নারি ও পুরুষ বিদেশে পাচার করা তার প্রধান কাজ। ঢাকায় এবং গাজীপুর বিভিন্ন জায়গায় তার আদম ব্যবসার অফিস খুলে। মানুষের টাকা পয়সা হাতিয়ে নিয়ে বিভিন্ন অফিস বন্ধ করে দেয়। গাজীপুরে তাদের অনেক ক্রয় সম্পত্তি রহিয়াছে। এবং এই কাজের একমাত্র সহযোগী তার আপন ছোট ভাই শিপন। তাকে জিজ্ঞাসাবাদ করলে সমস্ত খবর বেড়িয়ে আসবে। মানুষের টাকা মেরে দিয়ে নারায়ণগঞ্জ এলাকায় চলে আসে। এখানে এসে একের পর এক বাড়ি ঘর কিনে। এই ব্যবসা চলাকালীন গ্রামের বাড়ি বরিশালে দুই বার চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে দাড়ান। এতে করে এলকাার খবর সূত্রে জানা যায় যে, দুই বারের নির্বাচনে কম করে হলেও আশি লক্ষ টাকা ব্যয় করেন। এবং তিনি নির্বাচনে পরাজিত লাভ করেন। ইতিমধ্যে দেখা গেছে যে, তলে তলে শাজাহান রোলিং মিল এলাকায় মাদক সম্রাট হিসাবে গড়ে উঠেছেন। তার একটি ছাড়া বাড়ি আছে। সে বাড়িতে তিনি তার মাদকের ডিলারদের সাথে প্রতিদিন একবার হলেও মিটিং করে তার একমাত্র সহযোগীত তার ছোট ভাই শিপন। ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা সিদ্দিক মিয়া ইয়াবায় আসক্ত থাকেণ। ০৭/০৬/২০১৮ ইং তারিখে সিদ্দিক মিয়া এবং তার সহযোগীদের নিয়ে একটি অপহরণ করেন। ১২/০৬/২০১৮ইং তারিখে ভয় ভীতি দেখাইয়া বাদীর পক্ষকে নিয়ন্ত্রণে আনে। বাদীদের নিয়ে কোর্টে দাড় করাইয়া জামিন মঞ্জুর করেন। এবং সিদ্দিক তার ছোট ভাই শিপন কে যদি আইন প্রশাসন জিজ্ঞাসাবাদ করে তাহলে আদম ব্যবসা এবং ইয়াবার ব্যবসা খবর চলে আসবে। মানুষের যে টাকা পয়সা আত্মসাৎ করেছে সেটাও বেরিয়ে আসবে। যদি আদম ও মাদক ব্যবসায়ের ছবি তুলে ফেইজ বুক পাবলিক প্লেছে ছাড়া হয় তা হলে আরও অনেক অজানা খবর বেরিয়ে আসবে। সিদ্দিক ও শিপন মিয়ার বিরুদ্ধে কথা বলায় ১৭/০৬/২০১৮ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৭টায় আলাউদ্দিন নামের এই ছেলেকে মারধর করে। শাজাহান রোলিং মিল রেল লাইনের পার্শ্বে বড়া মসলিসে এবং তাকে প্রাননাশে হুমকিও দেয়। শাজাহান রোলিং মিল এলাকায় দেখলে নাকি তার খবর আছে। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সাথে সাথে নারায়নগঞ্জ ফতুল্লা থানায় এসে অভিযোগ দায়ের করেন। প্রশাসনের প্রতি শ্রদ্ধাভক্তি রেখে বলছি যে, বিষয়টি তদন্ত করুন। এবং তাকে আইনের হাতে তুলে দেন। এবং তাদের কঠোরভাবে জিজ্ঞাসাবাবাদ করুন। ফতুল্লা থানার ওসি সাহেবের নিকট আবেদন করতেছি যে, আমি একজন সাধারণ মানুষ আমাকে জালিমের হাত থেকে রক্ষ করুন।সুত্র –দৈনিক রুদ্রবার্তা