সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত কাইকারটেক নবাব হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট নতুন ভবনের অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে অভিনন্দন জানিয়ে শোকরানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মোগরাপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আব্দুস সামাদ প্রধানের সভাপতিত্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম প্রধান, মঞ্জু মেম্বার, মোহাম্মদ আলী ও বাদল হোসেন প্রধান’সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে খলিলুর রহমান মেম্বার, রবিউল প্রধান, দ্বীন ইসলাম, রাজিব প্রধান, মফিজ প্রধান ও রোমান বাদশা উপস্থিত ছিলেন।