নারায়ণগঞ্জ জেলার ৫৮টি স্বেচ্ছাসেবী নিবন্ধনভূক্ত সংগঠনকে অনুদানের চেক প্রদান

726

সময়ের চিন্তা ডট কম: বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তহবিল থেকে নারায়ণগঞ্জ জেলার ৫৮টি স্বেচ্ছাসেবী নিবন্ধনভূক্ত সংগঠনকে অনুদানের চেক প্রদান করেছেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। মঙ্গলবার ১৪ আগষ্ট দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০১৭-২০১৮ অর্থবছরের এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা অফিসার মিয়া মোহাম্মদ ফিরোজ খানের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল বারী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রীন ফর পিস এর নির্বাহী পরিচালক এস.এম আরিফ মিহির, প্রভাত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি প্রদীপ কুমার দাস, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী ডাঃ জি.এম জব্বার চিশতি, সপ্নীল সমাজ কল্যাণ সংঘের নির্বাহী পরিচালক ইশরাত জাহান খান স্মৃতি, স্বপ্ননীড় সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী রহিমা শরীফ মায়া, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম.এ মান্নান ভূঁইয়া সহ অন্যান্য। প্রধান অতিথী রাব্বী মিয়া বলেন আর্তমানবতার সেবায় সামাজিক সংগঠনগুলী সঠিকভাবে কাজ করলে মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যথেষ্ট কাজ করতে হবে। আর স্বেচ্ছাসেবী সংগঠনকে সার্বিক সহযোগীতা ও তাদের পাশে থাকবে জেলা প্রশাসন। পরিশেষে নারায়ণগঞ্জ জেলার সদর, বন্দর, রুপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগায়ের বিভিন্ন সংগঠনের মধ্যে ৫৮টি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদান প্রদান করা হয়।