মুক্তিযোদ্ধার বাড়ি দখলের পায়তারা করছে প্রভাবশালী ভুমিদস্যু কাশেম গং

515

সময়ের চিন্তা রিপোর্টঃ নারায়নগঞ্জ শহরের পূর্ব ইসদাইর এলাকার একটি মুক্তিযোদ্ধা পরিবারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ভুমিদস্যু প্রভাবশালী কাশেম গং। তারা মুক্তিযোদ্ধার পরিবারকে বাড়ি ছাড়া করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। আর দর্শকের ভুমিকায় রয়েছে জেলা প্রশাসন। আর মুক্তিযোদ্ধারা রয়েছে মুখে কুরুপ এটে। ঐ পরিবারের দাবী আমাদের প্রতি কেউ কি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেনা। তাই তারা নাঃগঞ্জ-৪ আসনের জননেতা এ কে এম শামীম ওসমান এমপি সহ জেলার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার জননেত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেছেন। জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা পূর্ব ইসদাইরের মৃত বাকের আলীর সন্তান ফারজানা দাবী করে বলেন তার পাশের বাড়ির বাড়িওয়ালা ভুমিদস্যু কাশেম তাদের ভিটা বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য তাদের বিরুদ্ধে এ পর্যন্ত ১০টি মিথ্যে মামলা দায়ের করে তাদের হয়রানী করছে। যাতে করে দের যুগ ধরে তিলে তিলে গড়া মুক্তিযোদ্ধার বাড়িটি তারা ছেড়ে দিয়ে এলাকা থেকে চলে যায়। এলক্ষে তারা ঐ পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। আবার নতুন মামলার পায়তারা করছে। অথচ যারা দেশ স্বাধীন করে দিয়েছে তাদের সন্তানদের গৃহ হারা করতে চায় এই প্রভাবশালী মহল। অথচ চুপসে আছে মুকিতযোদ্ধার দল। বাঃ! কি সেলুকাস?কি বিচিত্র বাংলাদেশ? ফারজানা প্রশ্ন তুলে বলেন এ শহরে এমন কেউ নেই তাদের পাশে দাড়াতে পারে। তাই ফারজানার দাবী মাননীয় এমপি শামীম ওসমান আপনারা তো মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা । তাই আমাদের প্রতি একটু সহানুভূতি প্রকাশ করুন এবং ঐ প্রভাবশালী কাশেমের হাত থেকে আমাদের রক্ষা করুন। তাহলে আমরা মহান আল্লাহর কাছে আপনার জন্য দোয়া প্রার্থনা করব। আপনি তো বলেন আল্লাহকে খুশি করার জন্য রাজনীতি করেন। তাই আমাদের এতিমদের খুশি করুন, আল্লাহ আপনার সকল বাসনা পূর্ন করবেন। এই আশায় বেচে আছি আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা। নইলে আত্বহুতি ছাড়া কোন উপায় নেই আমাদের।