খন্দকার ইলিয়াছ নেতৃত্ব ফতুল্লার পোষ্ট অফিস রোডের সরদার পাড়ায় চলছে জমজমাট মাদক ব্যবসা

506

সময়ের চিন্তা ডট কমঃ  ফতুল্লার পোষ্ট অফিস রোড সরদার পাড়া এলাকায় খন্দকার ইলিয়াছের নেতৃত্বে চলে রমরমা মাদক ব্যাবসা। থানা পুলিশ, র‌্যাব,ডিবি রয়েছে দর্শকের ভুমিকায়। এটাই অভিযোগ এলাকাবাসীর। তাদের ভাষায় অত্র এলাকার ইমান আলীর পুত্র খন্দকার ইলিয়াছ সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। কিন্তু রহস্য জনক কারনে ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে ইলিয়াছ ও তার সহযোগীরা। তার ব্যাবসার সেকেন্ড ইন কমান্ড হিসেবে আছে একাধিক ডাকাতির মামলার আসামী ইয়াছিন ওরফে ডাকাত ইয়াছিন। এই দুজনেই অত্র এলাকার মাদক ব্যাবসা নিয়ন্ত্রন করে থাকে। খুচরা বিক্রেতা হচ্ছে রুবেল সরদার ওরফে ক্যাঙ্গারু রুবেল। সারাদেশে যেভাবে মাদক বিরোধী অভিযান চলে সেভাবে অত্র এলাকায় পুলিশ ও র‌্যাবের কোন তৎপরতা নেই বলে জানায় এলাকাবাসী। তবে মাঝে মাঝে তাদের আস্তানায় পুলিশ এসে সখ্যতা করে, চলে যায় দক্ষিনার বিনিময়ে। তাই এলাকাবাসীর জোর দাবী র‌্যাব,ডিবি,পুলিশ অতিসত্তর তাদের দমন না করলে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। তাদের মাদক ব্যাবসার কারনে স্কুল,কলেজ পড়ুয়া ছাত্ররা বিপথ গামী হচ্ছে। অনেকে নেশার টাকা জোগাতে জড়িয়ে পরেছে ছিনতাইয়ের মত জঘন্যতম পেশায়। আবার কেউ বাবা মায়ের পকেট থেকে টাকা চুরি করে নেশা করছে। তবে এলাকাবাসী সবচেয়ে বেশী ক্ষোভ প্রকাশ করেছে থানা পুলিশের ওপর। তারা নাকি তাদের কাছ থেকে মাসোহারা পেয়ে থাকে। সুত্র রুদ্রা বার্তা